
ঘরের মাঠে টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা আয়োজন করতে যাচ্ছে ব্রাজিল। মূলত আয়োজক দেশ কলম্বিয়ার রাজনৈতিক অস্থিরতা এবং আর্জেন্টিনার করোনার ভয়াবহ সংক্রমণের কারণে এই সুযোগ পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নিজ দেশে এমন আয়োজনে যেখানে খুশি হওয়ার কথা ছিল ফুটবলারদের, সেখানে তারাই নাকি অখুশি!
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামতে প্রস্তুত ব্রাজিল। আগামীকাল সকাল সাড়ে ছয়টায় মাঠে নামবেন ক্যাসেমিরোরা। কিন্তু ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অধিনায়ককে ছাড়াই একা এসেছেন কোচ তিতে। ক্যাসেমিরো না আসার কারণ হিসেবে তিনি জানালেন, ব্রাজিলে কোপা আয়োজনে খুশি নন ফুটবলাররা। যার কারণে আজ সংবাদ সম্মেলনে নেই ক্যাসেমিরো।
তিতে বলেন, শেষ সময়ে কোপা ব্রাজিলে নেওয়ায় অসন্তুষ্ট অধিনায়ক ও তার খেলোয়াড়রা। তাদের একটা মতামত আছে, প্রেসিডেন্টকে তারা তা জানিয়েছে এবং উপযুক্ত সময়ে সবার সামনে তা তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের খেলোয়াড়দের শুধু ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের দিকে মনোযোগ দিতে বলেছি। আমাদের এখন একটাই লক্ষ্য ভালো খেলে ইকুয়েডরকে হারানো। আমরা জানি দুই রাউন্ড শেষে পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। আমি প্রশ্ন এড়িয়ে যাচ্ছি না। কোপা আমেরিকা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কালকের ম্যাচ।’
Leave a Reply