ভ্যাট ফাঁকির জরিমানা কমানোর প্রস্তাব

প্রচলিত ধারণা অনুযায়ী, ভ্যাট ফাঁকির জরিমানা দিন দিন কঠোর হয়। কিন্তু এবার তা কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেছেন, জরিমানা দ্বিগুণ নয়, সমপরিমাণ হবে। এতে করদাতা কী প্রতিক্রিয়া দেখাবে, সময়ই বলে দেবে। গতকাল বৃহস্পতিবার ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা বলেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন, ‘আইনে শাস্তি ও জরিমানার বিধান অতিরিক্ত কঠোর করা হলে অনেক ক্ষেত্রেই তা প্রায়োগিক জটিলতার সৃষ্টি করে এবং স্বাভাবিক ব্যবসায়িক কর্মকা- বাধাগ্রস্ত হয়। সে কারণে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এ জরিমানা ও সুদের হার কমানোর প্রস্তাব করছি।’

এ জন্য ভ্যাট ফাঁকি, ব্যর্থতা বা অনিয়মের ক্ষেত্রে আরোপিত জরিমানার পরিমাণ জড়িত রাজস্বের ‘দ্বিগুণের’ পরিবর্তে ‘সমপরিমাণ’ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি বকেয়া ভ্যাটের ওপর মাসিক সুদের হার ‘২ শতাংশের পরিবর্তে ১ শতাংশ’ করার প্রস্তাব করেছেন। এ ক্ষেত্রে বার্ষিক সুদের হার ২৪ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ নির্ধারিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.