
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রত্যাখ্যান করে একে গতানুগতিক বাজেট বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘সংকটকালে করোনা থেকে মানুষকে বাঁচাতে বাজেটে কোনো উদ্যোগ নেই, এটি বাস্তবায়িত হলে দেশের মানুষ ও অর্থনীতিকে বাঁচানো যাবে না।’
আজ বৃহস্পতিবার বাজেট পরবর্তী প্রতিক্রিয়া দেওয়া এক বিবৃতিতে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, ‘বেসরকারি চিকিৎসাখাতকে কর মওকুফসহ বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হয়েছে। এতে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্তদের চিকিৎসা সুবিধা পাওয়ার সুযোগ আরও সীমিত করা হলো। বরাবরের মতই উন্নয়ন বাজেটে অতিরিক্ত বরাদ্দ রেখেছে। সামাজিক সুরক্ষার ব্যাপারে সরকারের অনীহা প্রকাশ পেয়েছে।’
তিনি বলেন, ‘অভ্যন্তরীণ উৎস বিশেষ করে দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার, তাতে দেশের ব্যাংকিং খাতে তারল্য সংকট দেখা দেবে। বেসরকারি খাতে বিনিয়োগ কমে যাবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি তো হবেই না বরং অনেক মানুষ কর্মহীন হবে।
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে মান্না আরও জানান,আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক ঐক্য প্রস্তাবিত বাজেটের ওপর বক্তব্য উত্থাপন করবে।
Leave a Reply