ফের রাস্তায় ৭ কলেজের শিক্ষার্থীরা

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল-ক্যাম্পাস খুলে দেয়ার দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নীলক্ষেত মোড়ে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।

এর আগে গত রবিবার এবং ১ মে একই দাবি নিয়ে নীলক্ষেত মোড়ে মানববন্ধন করেছিলেন তারা। আজ নীলক্ষেত মোড় অবরোধের ঘোষণা থাকলেও আবহাওয়াজনিত কারণে তা প্রত্যাহার করে শিক্ষার্থীরা।

উপস্থিত শিক্ষার্থীদের দাবি, দেশের গার্মেন্টস কারখানা থেকে শুরু করে কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান, শপিংমল সবকিছু খোলা থাকলেও শুধু শিক্ষাপ্রতিষ্ঠান কেন বন্ধ থাকবে?

ঢাকা কলেজ শিক্ষার্থী, রফিক মাহমুদ দেশ রূপান্তরকে বলেন, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আমরা নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আজ দিশেহারা। বাবা মা মুখের দিকে তাকিয়ে থাকে। স্বপ্ন আজ অনিশ্চিত। কি করবো?

এ সময় ইডেন মহিলা কলেজ আরেক ল শিক্ষার্থী শান্তা হক বলেন, পড়াশোনা বন্ধ, বয়স তো বসে নেই। আমার অনেক বান্ধবীর বিয়ে হয়ে গেছে। আমরা মেয়ে বলে কোনো স্বপ্ন থাকা দোষ?

আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় ‘শিক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’, ‘দাবি মোদের একটাই হল-ক্যাম্পাস খোলা চাই’, ‘হল খোলার সংগ্রাম, চলছে চলবেই’, ‘ক্যাম্পাস খোলার সংগ্রাম, চলছে চলবেই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.