মিজানুর রহমানের ব্যাটে ব্রাদার্সের বড় জয়

বল হাতে আলাউদ্দিন বাবু, সুজন হালদাররা অনেকখানি এগিয়ে দিয়েছিল ব্রাদার্স ইউনিয়নকে। বাকি কাজটুকু করেছেন দলটির অধিনায়ক মিজানুর রহমান। তার দুর্দান্ত ফিফটিতে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাদার্স। রুপগঞ্জকে আট উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেল তারা।

আজ বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে এসে পাঁচ বল বাকি থাকতে ১১১ রানে গুটিয়ে যায় রুপগঞ্জ। জবাবে ব্যাট করতে এসে সহজে জয় তুলে নেয় ব্রাদার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন মিজানুর রহমান।

ছোট লক্ষ্য তাড়া করতে এসে দুর্দান্ত শুরু করেন ব্রাদার্সের দুই ওপেনার মিজানুর রহমান ও জুনাইদ সিদ্দিকী। এই জুটিতে ৫৩ রানের শুভ সূচনা পায় তারা। ৮.১ ওভারের জুনাইদ সিদ্দিকীকে ফিরিয়ে এই জুটিতে ফাটল ধরান সানজামুল ইসলাম। সাব্বির রহমানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরার আগে ১৯ বলে ২১ করেন তিনি।

১২তম ওভারের তৃতীয় বলে সোহাগ গাজীকে ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মিজান। এরপর ঝড়ো ব্যাটে দলকে জয়ের কাছাকাছি নিয়ে ৫১ বলে ৭৪ করে ফেরেন তিনি। বাকি কাজটা সম্পন্ন করেন জাহিদুজ্জামান সাগর ও মাইশুকুর রহমান। ৪ ওভার তিন বল বাকি থাকতেই আট উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ব্রাদার্স ইউনিয়ন।

এর আগে, টসে জিতে ব্যাট করতে এসে শুরুতেই হোঁচট খায় রুপগঞ্জ। প্রথম ওভারের শেষ বলে পেসার আলাউদ্দিন বাবুর শিকার হয়ে মাঠ ছাড়েন ওপেনার আজমীর আহমেদ। খানিক সময় বাদেই ফিরেন আরেক ওপেনার সাদমান ইসলাম। তিনে এসে রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৮ রানের ইনিংস খেলেন অধিনায়ক নাঈম ইসলাম।

শুরুর দিকে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন নাঈম ও আল-আমিন হোসেন জুনিয়র। কিন্তু সুবিধা করতে পারেননি আল-আমিন, সানজামুলরা। মাঝারি স্কোর গড়ার চেষ্টা করেন সাব্বির ও জাকের আলী অনিকরাও। শেষ দিকে ব্যাটসম্যান সেভাবে দাঁড়াতে না পারায় ১৯.১ ওভারে ১১১ রানে অলআউট হয় রুপগঞ্জ।

ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৪ উইকেট নেন আলাউদ্দিন। এদিন হ্যাটট্রিক করেন ডানহাতি এই পেসার। ইনিংসের ১৮তম ওভারের শেষ দুই বলে মুক্তার আলী ও সোহাগ গাজীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান আলাউদ্দিন। শেষ ওভার বল করতে এসে প্রথম বলেই নাবিল সামাদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.