খুব ভয়ে ভয়ে অভিনয় করেছি: ঈশিতা

ঈশিতা

প্রায় দেড় বছর পর ক্যামেরার সামনে দাঁড়ালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। সম্প্রতি অংশ নিয়েছেন ‘নট আউট’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এটি নির্মাণ করছেন মিজানুর রহমান আরিয়ান।

ঈশিতার ভাষ্য, ‘প্রায় দেড় বছর পর কাজ করলাম। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে কাজ করেছিলাম। আরও আগেই ক্যামেরার সামনে আসা হতো। তবে করোনার কারণে শুটিং করার সাহস পাইনি। করোনার পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। খুব ভয়ে ভয়ে অভিনয় করেছি। ক্যামেরার সামনে দাঁড়িয়েছি, শুধু গল্পটার কারণে। খুব সুন্দর একটা পারিবারিক গল্প।’

নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সঙ্গে কাজে অভিজ্ঞতা কেমন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আরিয়ানের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। সে খুব জনপ্রিয় একজন নির্মাতা। তার কাজও সুন্দর ও গোছানো। আমার ভালো লেগেছে আরিয়ানের সঙ্গে কাজটি করে। তার টিমের আন্তরিকতায় আমি মুগ্ধ।’

ঈদের আর কোনো কাজে অংশ নেবেন? উত্তরে ঈশিতা বলেন, ‘এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। কয়েকটি কাজের বিষয়ে কথা হচ্ছে। গল্প ও চরিত্র ভালো হলে হয়তো করা হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, করোনা পরিস্থিতি ঠিক না হলে কাজে নিয়মিত হওয়ার ইচ্ছে নেই। সব দিক বিবেচনা করেই কাজ করবো।’

ঈশিতা অভিনীত ‘নট আউট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচার হবে আসন্ন ঈদে কোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও ইউটিউব চ্যানেলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.