মাহির স্ট্যাটাসে কিসের ইঙ্গিত

মাহিয়া মাহি

ঢালিউডের এ সময়ের আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি অপু-মাহির বিবাহবিচ্ছেদ ঘটেছে। বিষয়টি নিয়ে দুজন সংবাদমাধ্যমে ভিন্ন তথ্য দিয়েছেন। এ নিয়ে কথার জাল ছড়াতে শুরু করলে প্রশ্ন ওঠে- এই বিচ্ছেদের পেছনে দায় কার?

মাহির প্রাক্তন স্বামী অপু সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করেছেন- এমন বক্তব্য সংবাদমাধ্যমে উঠে এলে অভিযোগের তীর মাহির দিকে ঘুরে যায়। তবে মাহিয়া মাহি এবার জানালেন তিনি নিজেও সংসার টিকিয়ে রাখতে কম চেষ্টা করেননি।

মঙ্গলবার রাতে এক স্ট্যাটাসে সেই ইঙ্গিতই দিলেন এই অভিনেত্রী। এ নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসে মাহি লিখেছেন, মুখে মুখে না হয় ১২ লক্ষবার ছেড়ে যাব বলেছিলাম, কিন্তু যেই খোদাকে তুমি বিশ্বাস করো, তার কাছে সিজদায় শেষ দিন পর্যন্ত একসাথে থাকার জন্য কত কোটি বার মাথা ঠুকেছিলাম সেটা বুঝতে কেনো পারলেনা?

স্ট্যাটাসের সঙ্গে লাল রঙের শাড়ি পরা একটি ছবিও পোস্ট করেছেন মাহি। এটি দেখে যে কেউ বুঝতে পারবেন, পুরনো স্মৃতি আঁকড়ে ধরতে চাইছেন তিনি।

আলোচিত এ নায়িকা ও সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু বিয়ে করেন ২০১৬ সালে। দীর্ঘ পাঁচ বছর পর তাদের দাম্পত্য জীবনে ছন্দপতন ঘটে। যা প্রকাশ্যে আসে চলতি বছর ২৩ মে। এদিন মাহি এক ফেসবুক পোস্টে সংসার ভাঙার ইঙ্গিত দেন।

এদিকে, বিচ্ছেদের খবরে মাহি সংবাদমাধ্যমকে জানান, প্রায় বছর দুই আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। কিন্তু তার স্বামী অপু গত ২৬ মে বাংলা ট্রিবিউনকে বলেন, দুই বছর নয়, মাত্র দুই দিন আগে তাদের বিচ্ছেদ হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.