অনিশ্চিত নেতানিয়াহুর ভবিষ্যৎ

নেতানিয়াহু

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরোধীরা একটি কোয়ালিশন সরকার গঠন করতে যাচ্ছে। এর মাধ্যমে নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে। বুধবার মধ্যরাতের আগেই এ সরকার গঠিত হতে যাচ্ছে।

আশা করা হচ্ছে, ইয়ার ল্যাপিডের মধ্যস্ততায় স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ কোয়ালিশন গঠিত হবে। এর মাধ্যমে ইসরাইলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিদায় নিতে যাচ্ছেন।

এই কোয়ালিশনের কিংমেকার ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। তিনি হাত মিলিয়েছেন ইয়েস আদিত পার্টির নেতা ইয়ার ল্যাপিডের সাথে।

ইসরাইলের পার্লামেন্ট নেসেটে চরম ডানপন্থী নেতা নাফতালি বেনেটের দল ইয়ামিনা পার্টির রয়েছে ছয়টি আসন। এ দলটিই বর্তমানে ক্ষমতার পালাবদলে প্রধান ভূমিকা পালন করছে।

অপরদিকে ইসরাইলের পার্লামেন্টে ইয়েস আদিত পার্টির আছে ১৭টি আসন। ইয়েস আদিত পার্টি ১২০ আসন বিশিষ্ট ইসরাইলের পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম দল। সূত্র: আলজাজিরা

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.