হরিয়ানায় ব্ল্যাক ফাঙ্গাসে ৫০ জনের মৃত্যু

ব্ল্যাক ফাঙ্গাস

ভারতের হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৫০ জন। আজ রোববার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার এ তথ্য জানিয়েছেন।

রোববার এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকার ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার জন্য ব্যবহৃত ইনজেকশন কিনেছে। এগুলো সরকারি হাসপাতালে ব্যবহৃত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা ছয় হাজার ইনজেকশন পেয়েছি। আগামী দুদিনে আরও দুই হাজার পাব। এ ছাড়া আরও পাঁচ হাজার অর্ডার দেওয়া হয়েছে।’

এর আগে বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজগুলোতে শয্যা সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ৭৫ করার নির্দেশ দেন। এ ছাড়া তিনি কর্মকর্তাদের এই রোগে আক্রান্তদের জন্য দ্রুত প্রয়োজনীয় ওষুধ সরবরাহের নির্দেশ দেন। স্বাস্থ্যমন্ত্রী ভিজ জানান, রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ড্রাগ অ্যামফোটেরিসিন-বি এর ১২ হাজার ইনজেকশন সংগ্রহ করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস’র প্রতিবেদনে বলা হয়, গত দুই সপ্তাহ ধরে হরিয়ানা রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত হরিয়ানায় ৭৫০ জনেরও বেশি মানুষের শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.