
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “শুধুমাত্র বিএনপি নয়, গোটা জাতিই আজ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে। আমাদের গণতন্ত্র হরণ করা হয়েছে। মুক্ত সমাজ ব্যবস্থাকে হরণ করা হয়েছে।”
রোববার (৩০ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানাতে যান মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “আওয়ামী লীগ এই দেশকে নির্মাণের জন্য কখনো কোনো ভালো কাজ করেনি। শুধুমাত্র ধ্বংস করেছে। মুক্ত সাংবাদিকতাকে হরণ করা হয়েছে। একটা নির্যাতনমূলক-নিবর্তনমূলক, শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্যে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
আওয়ামী লীগ অত্যন্ত সচেতনতার সঙ্গে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে তিনি আরো বলেন, “দলটি আবারো ছদ্মবেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার কাজ শুরু করেছে। তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশের যে উদার গণতান্ত্রিক রাজনীতি ছিল, সেই রাজনীতি বন্ধ করে দিচ্ছে এবং তারাই আজকে এখানে সাম্প্রদায়িকতা উগ্রবাদের জন্ম দিচ্ছে। আমাদের দুর্ভাগ্য এই জাতি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার জন্য লড়াই করেছিল।”
সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব আরো বলেন, “আসুন আমরা ঐক্যবদ্ধ হই। ১৯৭১ সালে যে উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্যে, একটি মুক্ত সমাজের জন্যে আমরা যে যুদ্ধ করেছিলাম, সেই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা আবার লড়াই সংগ্রাম শুরু করি।”
এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, দলের বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করেন। পাশাপাশি খুন, গুম ও নির্যাতনের শিকার বিএনপির নেতাকর্মীদেরও স্মরণ করেন।
জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু।
Leave a Reply