কোটা ইস্যুটি এখন আর সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই: আইনমন্ত্রী

কোটা ইস্যুটি এখন আর সরকারের সিদ্ধান্তের ব্যাপার নেই, ইস্যু এখন সর্বোচ্চ আদালতের কাছে। সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত নেবে, সব পক্ষকে শুনে সব বিবেচনা করে আদালত সঠিক সিদ্ধান্ত দেবেন, বলে মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার (৯ জুলাই) সচিবালয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে এই মামলায় পক্ষভুক্তির আবেদন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি জেনেছি আপিল বিভাগের মামলায় তারা পক্ষভুক্ত হতে চায়, আবেদন করেছে। আগামীকাল শুনানি হবে। সেক্ষেত্রে মনে করছি, তারা সঠিক পথে হাঁটছে।’

আইনমন্ত্রী বলেন, ‘আমি যতদূর জেনেছি, যখন হাইকোর্ট বিভাগে এ মামলা চলে, তখন আজ যারা কোটাবিরোধী আন্দোলন করছেন, তারা তাদের বক্তব্য আদালতে পেশ করার জন্য কোনও আইনজীবী নিয়োগ করেননি, তাদের বক্তব্য সেখানে দেননি। মামলার রায় হয়ে গেছে। সেটা এখন আপিল বিভাগে। গতকাল (সোমবার) পর্যন্ত তাদের কোনও আইনজীবী ছিল না, তাদের বক্তব্য উপস্থাপনের জন্য। ঘটনা ঘটছে আদালতে, রাজপথে আন্দোলন করে, চেঁচামেচি করে, বকাবাদ্য করে নিরসন হবে না। এটা করলে একটা পর্যায়ে হয়তো আদালত অবমাননাও হয়ে যেতে পারে।’

সেক্ষেত্রে সঠিক জায়গা কোনটা বলতে গিয়ে আইনমন্ত্রী বলেন, ‘তারা যদি পক্ষভুক্ত হয়ে তাদের বক্তব্য পেশ করেন, তাহলে অবশ্যই আপিল বিভাগ সব পক্ষকেই শুনবেন এবং একটা ন্যয়বিচার করবেন। এটাই আমাদের আশা। আমার মনে হয়, সেটাই হবে। আমি মনে করি, আজ তারা ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। তারা তাদের বক্তব্য এখন আদালতে দেবেন। যেহেতু আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এখন তারা আন্দোলন তুলে নেবেন।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.