
নিজস্ব প্রতিনিধি: গতকাল ১ই জুলাই সোমবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান পবিত্র হজ্ব পালন শেষে মক্কায় অবস্থান করছেন। মুশফিকুর রহমানের অনুপস্থিতিতে তার নির্দেশে গফরগাঁও উপজেলা, পাগলা থানা, গফরগাঁও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকরা মিছিল সহকারে ময়মনসিংহে সমাবেশ অংশগ্রহণ করেন।
গফরগাঁও – পাগলা থেকে মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সম্মানিত সদস্য সেলিম আহমেদ ও সিজার মৃধা,আল আবেদিন সোহেল, বিএনপি নেতা ফজলুল হক, আকরাম হোসেন মৃধা।
গফরগাঁও উপজেলা কৃষক দলের আহবায়ক প্রার্থী আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান সোহেল, গফরগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মীর মোজাম্মেল হোসেন মনন, ময়মনসিংহ দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল্লাহ আব্বাসী সুজন, গফরগাঁও পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজাহারুল ইসলাম রিজভী, ৪নং সালটিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শেখ ওয়াইজদ্দীন, গফরগাঁও উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মো: সৈকত মিয়া গফরগাঁও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম পারভেজ, গফরগাঁও উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব আঃ আল রায়হান অপু, গফরগাঁও উপজেলা ছাত্রদলে যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান মামুন, উপজেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য জহিরুল ইসলাম মিন্টু, গফরগাঁও উপজেলা সেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য আসাদুল ইসলাম। গফরগাঁও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পি,পাগলা থানা যুবদল নেতা কাইসার সরকার, জাহিদ হাসান মুকুট। শ্রমিক দল নেতা মানিক, গফরগাঁও উপজেলা জিয়া সাইবার ফোর্স এর আহবায়ক ইপেল মৃধা, যুগ্ন আহবায়ক কামরুল ইসলাম, গফরগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবকদলের আহবায়ক রণি, যুগ্ন আহবায়ক সজীব। গফরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান ইসলাম, যুবদল নেতা রাসেল মিয়া,আল আমিন, সেচ্ছাসেবকদল নেতা ইলিয়াস,কামরুল,সজিব , বাবু , ছাত্রদল নেতা ফয়সাল মোল্লা,সারোয়ার মন্ডল, রাজিব, হেমায়েত, সাহিন, জীবন প্রমুখ।
এসয় মিছিল ও সমাবেশ উপস্থিত নেতাকর্মীরা বলেন ময়মনসিংহ ১০ গফরগাঁও-পাগলা আসনের আগামী দিনের ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুল রহমান সুলতানএর উত্তরসূরী আলহাজ্ব মুশফিকুর রহমান এর দেশে ফিরে আসার পর বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা ত নো রতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন।
Leave a Reply