
গাজীপুর মহানগরীর পূবাইলে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ কিশোর ছাত্রদেরকে রক্ষার্থে চিহ্নিত মাদকসেবী ও কারবারিদের নির্মূলে গণসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে নগরীর ৪০নং ওয়ার্ডের কুদাব ও ৪২নং ওয়ার্ডের মারুকা এলাকায় মাদক বিরোধী গণসচেতনতামূলক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ আল মামুন, পূবাইল থানার ওসি কামারুজ্জামান, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম খান বিকি, কাজিমউদ্দিন মাস্টার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সমাজে মাদক একটি মরণব্যাধি হিসেবে চিহ্নিত হওয়ায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। শুরুটা পরিবার, সমাজ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে করলে কাজটা সহজ থেকে সহজতর হবে। প্রতিটি সমাজের সবাই আমরা জানি কে খায়, কে বেচে ও কে ডিলার। তাই সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাদক নির্মূল করা কোনো কঠিন বিষয় না।এই মরণব্যাধি থেকে সমাজকে মুক্ত না করতে পারলে মানসিক প্রতিবন্ধী সমাজ সৃষ্টি হবে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে ও সুষ্ঠু সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদক নির্মূল, খেলাধুলা ও ধর্মীয় নৈতিক শিক্ষার কোনো বিকল্প নাই।
Leave a Reply