‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্ত শিল্পকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেছেন’

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্ত শিল্পকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করেছেন। সেই ঘোষণার আলোকে আমরা ‘একটি গ্রাম- একটি পণ্য’ এই শ্লোগানে সারা বাংলাদেশে তৃণমূল পর্যায়ে যে সকল কারিগর রযেছে তাদেরকে মেলার মাধ্যমে একত্র করে তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পকে আগামী ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় স্টল করে দিয়ে উপস্থাপন করার সুযোগ করে দিব।

শনিবার (১৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলে তিনি এসব কথা বলেন।

জেলার নাগরপুরে সরকারি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প এবং বৈশাখী মেলা উদ্বোধনকালে বাণিজ্য প্রতিমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এ মেলাটি উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও রেজা মো. গোলাম মাসুম প্রধানের সার্বিক তত্বাবধানে আয়োজিত হয়।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহসানুল ইসলাম টিটু এমপি আরও বলেন, আগে মানুষ পেটের দায়ে ক্ষুদ্র কুটির শিল্পের কাজ করতো। কিন্তু এটা যে একটা শিল্প এবং এর থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব সে বিষয়টা মাথায় নিয়েই আমরা এই হস্ত ও কুটির শিল্পীদের ভবিষ্যতে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব। আমরা বিশ্বাস করি যে তারা যথাযথ প্রশিক্ষণ পেলে তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারবে। বর্তমান সরকার তাদের পাশে থেকে আন্তর্জাতিক বাজারে পণ্য রফতানি করতে সহযোগিতা করবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.