কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা, নিহত ১০

কলম্বিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। শনিবার দেশটির ক্যালি শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় দক্ষিণ আমেরিকার দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ দ্বিতীয় মাসে গড়িয়ে সহিংসতায় রূপ নিয়েছে অবশেষে। খবর এএফপির

খবরে বলা হয়, কলম্বিয়ায় এক মাস ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমন করতে শুক্রবার ক্যালিতে সেনাবাহিনী নামান দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক।

শহরটির নিরাপত্তা সচিব কার্লোস রোহা স্থানীয় এক রেডিওতে বলেন, শুক্রবার সকালের ঘটনায় ১০ জন মারা গেছেন। পুলিশ জানায়, নিহত ১০ জনের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ হয়েছিলেন।

ক্যালির প্রসিকিউটর অফিসের একজন প্রতিনিধি বলেন, ছুটিতে থাকা একজন তদন্ত কর্মকর্তা মানুষের জমায়েতে গুলি করেন। এতে একজন বেসামরিক লোক নিহত হন। পরে বিক্ষোভকারীরা ওই কর্মকর্তাকে পিটিয়ে মারেন।

একটি ভিডিওতে দেখা যায়, রক্তের মধ্যে এক ব্যক্তি শোয়া এবং তার পাশে আরেক ব্যক্তি অস্ত্র ধরে আছেন। একদল লোক এসে তাঁর ওপর হামলা চালায়।

রোহা বলেন, ‘দক্ষিণাঞ্চলীয় শহরটিতে আমরা সত্যিকার অর্থে সংঘাতের মুখোমুখি হয়েছি। এ লড়াইয়ে অনেক মানুষ প্রাণ হারানোর পাশাপাশি আহতও হয়েছেন উল্লেখযোগ্য সংখ্যক।’

২০১৯ সালে ক্ষমতায় আসেন ডিউক। পরের বছরেই বিনামূল্যে সরকারি শিক্ষা, উন্নত কর্মসংস্থান ও জনমুখী সরকারের দাবিতে রাস্তায় নেমে আসেন শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন দাবি নিয়ে নেমে আসে মধ্যবিত্ত মানুষজনও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.