
“পাংশা মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র-গুলি ও ককটেল বিস্ফোরক উদ্ধারসহ ০২ জন আসামী গ্রেফতার”
পাংশা মডেল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারসহ ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র)/ তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৫/০২/২০২৪ খ্রিঃ তারিখ ২৩:০৫ ঘটিকার সময় পাংশা থানাধীন কুঠিমালিয়াট নাছিমা বেগম (৩৬), স্বামী- মোঃ কুদ্দুস এর বাড়ীতে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে (২৭), পিতা- মৃত কাদের মন্ডল, সাং-কুঠিমালিয়াট পশ্চিমপাড়া, ২। শাওন (২২), পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক, সাং- কুঠিমালিয়াট মধ্যপাড়া, উভয় থানা-পাংশা, জেলা-রাজবাড়ী দ্বয়কে ধৃত করেন ।
উক্তস্থানে তাদের উপস্থিতির বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা সন্দেহজনক এলোমেলো কথাবার্তা বলে। ধৃত আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা উপস্থিত স্থানীয় লোকজনের সামনে স্বীকার করে যে, আসামী মোঃ কফিল উদ্দিন ওরফে কইফের সাথে পূর্ব শত্রুতার কারনে এবং শাওন ও তার পরিবারের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের কারনে ১। মোঃ আলাল হোসেন (৪১), পিতা- মোঃ মকবুল হোসেন, ২। মোঃ মনিরুল ইসলাম (৪০), পিতা-মৃত মোংলা মোল্লা, উভয় সাং- কুঠিমালিয়াট, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী দ্বয়কে তারা হত্যা করার পরিকল্পনা করছিল।
আসামী মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে আরো জানায় যে, তাদের হত্যা করার কাজে ব্যবহারের জন্য পলাতক আসামী তুষার অস্ত্র-গুলি ও গুলি করার পর ভীতি সৃষ্টি করার জন্য ককটেল বোমা একটি বাজারের ব্যাগে ভরে তার কাছে দিয়েছে।
আসামী মোঃ কফিল উদ্দিন ওরফে কইফে জনৈক নাছিমা বেগম (৩৬), স্বামী- মোঃ কুদ্দুস এর দক্ষিন দূয়ারী চৌচালা টিনের পরিত্যাক্ত ঘরের পশ্চিম পাশের কক্ষে থাকা সাব বাক্সের উত্তর পাশ হতে একটি অস্ত্র-গুলি ও ককটেল ভরা SHAH CEMENT লেখাসহ অন্যান্য লেখাযুক্ত বাজার করা ব্যাগ নিজ হাতে বের করে দেয়। সেখানে উপস্থিত অনেক লোকজনের সম্মুখে ব্যাগ হতে (i) লোহা ও কাঠের বাট যুক্ত দেশীয় তৈরী ওয়ান শুটারগান, (ii) একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটারগান, (iii) বেল্টযুক্ত ইংরেজীতে VIVO লেখা কালো রংয়ের একটি সাইড ব্যাগের ভিতর থাকা ০৪ (চার) টি তাজা কার্তুজ, (iv) পেষ্ট রংয়ের একটি শপিং ব্যাগে থাকা কালো রংয়ের কসটেপ দ্বারা পেচানো ০৬ (ছয়) টি অবিস্ফোরিত ককটেল বিস্ফোরক উদ্ধার করা হয়। এই বিষয়ে পাংশা মডেল থানায় মামলা রুজু ও বিজ্ঞ আদালতে আসামী প্রেরণ প্রক্রিয়াধীন ।
এসংক্রান্তে পুলিশ সুপারের কার্যালয়, রাজবাড়ীতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান জনাব মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), । এসময় আরো উপস্থিত ছিলেন জনাব সুমন কুমার সাহা, সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল), অফিসার ইনচার্জ, পাংশা মডেল থানা, রাজবাড়ীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
Leave a Reply