কারাগারে বসেই এসএসসি পরীক্ষা দিচ্ছে মারুফ

আজ বৃহস্পতিবার শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। এই পরীক্ষায় অংশ গ্রহণ করেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুফ হাসান নামের এক শিক্ষার্থী। তবে তার গল্পটি ভিন্ন। সবার মতো পরীক্ষার হলে বসে নয়, কারাগারে বসে পরীক্ষা দিয়েছে এই ছাত্র।

কারাগার সূত্র জানিয়েছে, মারুফ হাসান নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলায় কারাগারে আছে। কারাগারে থাকলেও সে ওখানে বসে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করে।

মারুফ হাসান উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই শিক্ষার্থীর কেন্দ্র ছিল পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয়ে। সে কাউয়াদি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় কুমিল্লা জেলা কারাগারে রয়েছে। কারাগার থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এ ছাড়া এবার উপজেলার ১৫টি কেন্দ্রে এসএসসিতে পাঁচ হাজার ২৬৩ জন, ভোকেশনাল ২২০ জন এবং দাখিলে ৬৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.