বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসল সৈকত

বাবার লাশ বাড়িতে রেখে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিয়েছে মো. সৈকত নামে এক পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।

সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তার পরীক্ষার কেন্দ্র পড়েছে একই উপজেলার ভোগনগর ইউনিয়নের রহিম বখস উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সৈকতের বাবা বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাস্টারপাড়ার বাসিন্দা শফিউল আলম সুরুজ মারা যান। সুরুজ মোহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে দুবারের ইউপি সদস্য ছিলেন।

এ বিষয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সুরুজ নিজ বাসায় মারা যান। মৃত বাবার লাশ বাড়িতে রেখেই এসএসসি পরীক্ষায় অংশ নিতে হয়েছে সৈকতকে।’

বীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ বলেন, ‘সৈকত মাহানপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের মেধাবী ছাত্র। বাবা গতকাল মারা যাওয়ার পরও আজ সে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়েছে। আমরা সৈকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.