সুন্দরবনে শিকারকৃত হরিণসহ ফাঁদ উদ্ধার

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে শিকারকৃত মৃত হরিণসহ ছয় বস্তা দড়ির ফাঁদ উদ্ধার করেছে বনবিভাগের সদস্যরা।

বুধবার (৩ জানুয়ারি) বিকেলে সুন্দরবনের টেকের খাল এলাকা থেকে এসব ফাঁদসহ শিকারকৃত মৃত হরিণটি উদ্ধার করা হয়। তবে, এসময় বনবিভাগের সদস্যরা চোরাশিকারীদের আটক করতে সক্ষম হননি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশন কর্মকর্তা মো. মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মৃত হরিণসহ ছয় বস্তা ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বন্যপ্রাণী নিধন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.