বিএনপি মিথ্যাচার করছে: জয়

সাম্প্রতিক সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক টুইট বার্তায় বলেছেন, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে।

জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসে পাঠানো বিএনপি’র চিঠির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটারে) পোস্ট করা একটি ভিডিও’র ক্যাপশনে বলেন, ‘বিশ্বের সামনে আবারও বিএনপি-জামাতের মিথ্যা উন্মোচিত হয়েছে।’

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় রাস্তায় সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে আহত হওয়া বেশ কিছু ভুক্তভোগী গতকাল তাদের নিকটাত্মীয়দের হারানোর জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছে।

বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ চলমান সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছেন, যদিও এই অগ্নিসংযোগ ও ট্রেন লাইনচ্যুতির ঘটনা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় সংঘটিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.