
সাম্প্রতিক সহিংসতার শিকার হওয়া ভুক্তভোগীদের আবেদনের কথা উল্লেখ করে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় এক টুইট বার্তায় বলেছেন, অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দিতে ভুল ও মিথ্যা তথ্য প্রচার করেছে।
জাতিসংঘ ও অন্যান্য দূতাবাসে পাঠানো বিএনপি’র চিঠির প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ আজ ‘এক্স’ হ্যান্ডেলে (সাবেক টুইটারে) পোস্ট করা একটি ভিডিও’র ক্যাপশনে বলেন, ‘বিশ্বের সামনে আবারও বিএনপি-জামাতের মিথ্যা উন্মোচিত হয়েছে।’
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় রাস্তায় সহিংসতার ঘটনায় আগুনে পুড়ে আহত হওয়া বেশ কিছু ভুক্তভোগী গতকাল তাদের নিকটাত্মীয়দের হারানোর জন্য বিএনপি-জামায়াত জোটকে দায়ী করেছে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী আহমেদ চলমান সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করে জাতিসংঘ ও বিভিন্ন দূতাবাসে চিঠি পাঠিয়েছেন, যদিও এই অগ্নিসংযোগ ও ট্রেন লাইনচ্যুতির ঘটনা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় সংঘটিত হয়।
Leave a Reply