নির্বাচনকে কেউ বানচাল করতে পারবে না: শিল্পমন্ত্রী

কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। নির্বাচনি ট্রেন কারো জন্য বসে থাকবে না। আগামী ৭ তারিখ ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে।

বৃহস্পতিবার বিকালে বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাই স্কুল মাঠে উপজেলা আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র উন্নয়নের জোয়ারে ভেসে যাবে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে এবং নরসিংদী জেলা পরিষদ সদস্য মিরাজ মাহমুদ মেরাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রিপন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা রিটন, বেলাব উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান মোমেন, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশিদ সুজন, বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন অপু প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.