পাঁচ নেতাকে বহিষ্কার করল বিএনপি

বিএনপি

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তৃণমূল পর্যায়ের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন, কাঞ্চন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আবুল বাশার, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দীন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, টাঙ্গাইলের কালিহাতি উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন।

তাদেরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সবপর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানান রুহুল কবির রিজভী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.