সোনার দামে রেকর্ড

দেশের বাজারে আবার সোনার দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ ছয় হাজার ৬৩৯ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ানোয় ভোক্তা-পর্যায়ে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রোববার (১৯ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ ৬ হাজার ৬৩৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ১ হাজার ৫০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৬ হাজার ৯৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭২ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৫ নভেম্বর সবশেষ স্বর্ণের দাম নির্ধারণ করে বাজুস, যা ৫ নভেম্বর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দামেই সবচেয়ে ভালোমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে এক লাখ চার হাজার ৬২৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯ হাজার ৯০২ টাকা, ১৮ ক্যারেটের দাম ৮৫ হাজার ৬১৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৭১ হাজার ৩২৫ টাকায় বিক্রি হয়।

তবে স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) এক হাজার ৭১৪ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৪৯ টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.