১৭ দিনে ১৫৪ যানবাহন ও স্থাপনায় আগুন

গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক গড়ে দিনে পাঁচটি করে বাস পোড়ানো হয়েছে। সবচেয়ে বেশি অগ্নিকাণ্ড হয়েছে ঢাকা সিটি করপোরেশন এলাকায়। দেশের সকল বিভাগে অগ্নিকাণ্ড ঘটলেও সিলেট বিভাগে কোনো অগ্নিকাণ্ড হয়নি। আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সারা দেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুইটি, ৮ নভেম্বর নয়টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুইটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি ও ১৩ নভেম্বর সাতটি অগ্নিকাণ্ড হয়।

উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক অগ্নিকাণ্ডে মোট বাস ৯৪ টি, মাইক্রোবাস ৩ টি, প্রাইভেটকার ২ টি, মোটরসাইকেল ৮ টি, ট্রাক ১৩ টি, কাভার্ড ভ্যান ৮ টি, পিকআপ ২ টি, সিএনজি ২ টি, পুড়েছে। এছাড়া একটি করে পুড়েছে অ্যাম্বুলেন্স, নছিমন, লেগুনা, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, পুলিশের গাড়ি।

এই সময় বিএনপির পাঁচটি অফিস, আওয়ামী লীগের একটি অফিস, একটি পুলিশ বক্স, একটি কাউন্সিলর অফিস, দুইটি বিদ্যুৎ অফিস, একটি বাস কাউন্টার এবং দুইটি শোরুম আগুনে পুড়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২ টি, ঢাকা বিভাগে ৩৪ টি, চট্টগ্রাম বিভাগে ১৪ টি, রাজশাহী বিভাগে ৯ টি, বরিশাল বিভাগে ৬ টি, রংপুর বিভাগে ৬ টি, খুলনা বিভাগে ২ টি, ময়মনসিংহ বিভাগে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে সিলেট বিভাগে অগ্নিকাণ্ডের কোনো সংবাদ পায়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, রাতে (সন্ধ্যা ৬ টা-সকাল ৬ টা) অগ্নিকাণ্ড হয়েছে বেশি। ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দিনে ৬১টি ও রাতে ৯৩টি অগ্নিকাণ্ড হয়। এসব ঘটনা ঘটেছে ২৫টি জেলায়। যার মধ্যে গাজীপুরে সর্বোচ্চ ১৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয়েছেন পাঁচজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.