দুই দিনে ১৪ গাড়িতে আগুন

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির চতুর্থ দফায় অবরোধ কর্মসূচির দুই দিনে সারা দেশে ১৪টি গাড়িতে আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

রবিবার (১২ নভেম্বর) থেকে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এসব আগুনের খবর পাওয়া যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এর মধ্যে ঢাকা মহানগরে ৮টি গাড়িতে, ঢাকা বিভাগে (মহানগর বাদে) তিনটি, বরিশাল সদর একটি, নাটোরে একটি ও দিনাজপুরে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় ১১টি বাস, দুটি নছিমন ও একটি ট্রাক পুড়ে যায়।

এদিকে ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অগ্নিকাণ্ড নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৪১টি ইউনিট এবং ৭৭৬ জন জনবল কাজ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.