ঝিনাইগাতীতে মদসহ ছাত্রলীগ নেতা মিশু গ্রেফতার

শেরপুরঃ জেলার ঝিনাইগাতী উপজেলায় চুলাই মদসহ ইউনিয়ন ছাত্রলীগের এক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ঐ ছাত্রলীগ নেতার নাম মমতাসির আহম্মেদ মিশু(২৯)। এসময় মদসহ এই ছাত্রলীগ নেতার সহযোগী আরও চার জনকে গ্রেফতার করে পুলিশ। 

গত শনিবার রাত দশটায় উপজেলার নওকুচি বানাইপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ছাত্রলীগ নেতা মমতাসির আহম্মেদ মিশু পার্শবর্তী শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বিলভরট গ্রামের আঃ সাত্তারের পুত্র। আঃ সাত্তার রাণীশিমূল  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।

গ্রেফতার সবাই রাণীশিমূল ইউনিয়নের। এরা হলেন, ভায়াডাঙ্গা গ্রামের মৃত দেলোয়ার হোসেন এর পুত্র আঃ মুন্নাফ আকন্দ (২১),  বিলভরট গ্রামের  মোঃ ছামিউল হক এর ছেলে মোঃ আল আশরীফ হাসান তাইফ (২৯), রানীশিমুল গ্রামের মোঃ গোলাম মোস্তফার পুত্র সবুজ মিয়া (২৭) এবং দড়িপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে   মোঃ সাদ্দাম হোসেন (২৮)। 

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদক সেবনের সাথে জড়িত ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে তাদের মাদক সহ হাতেনাতে আটক করা হয়। 

ঝিনাইগাতী থানার ডিউটি অফিসার জানান, গ্রেফতার পাঁচজনকেই আজ রবিবার আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.