এশিয়া ও মধ্যপ্রাচ্য যুবদলের সাংগঠনিক দায়িত্বে হারুন-মুরাদ-মামুন 

ঢাকাঃ এশিয়া ও মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশ সমূহের সাংগঠনিক কর্মকাণ্ড তদারকির জন্য তিনজনকে দায়িত্ব প্রদান করেছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি।

সংগঠনটির কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত তিন নেতা হলেন- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (সৌদি আরব) হারুন অর রশিদ হিরো, সহ আন্তর্জাতিক সম্পাদক (মালয়েশিয়া) মুজাহিদুল ইসলাম মুরাদ এবং সহ আন্তর্জাতিক সম্পাদক (কাতার) এ আর মামুন খান।

যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন প্রবাসে সংগঠনকে শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেন

যুবদল সূত্রে জানা গেছে, চলমান আন্দোলনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও শর্তহীন মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে প্রবাসীদের মধ্যে জনমত তৈরি ও সমর্থন বাড়াতে এই তিনজনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.