ছেলে ছাত্রদল করায় বাবাকে গ্রেফতার।

নিজস্ব সংবাদদাতা:- ময়মনসিংহ থেকে : গত ২৭শে সেপ্টেম্বর রাতে ময়মনসিংহ ১০ গফরগাঁও-পাগলা সংসদীয় আসনের বিএনপির কর্ণধার জনাব, মুশফিকুর রহমানের বিশ্বস্ত সৈনিক গফরগাঁও উপজেলা ছাত্রদলের বিপ্লবী সদস্য সচিব আ: আল রায়হান অপুকে বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেফতার করার উদ্দেশ্যে তার বাড়িতে অভিযান চালায়। কিন্তু অপুকে বাড়িতে না পেয়ে, পুলিশ তার বাবা মো: জয়নাল আবেদীনকে গ্রেফতার করে নিয়ে যায়। এবং একটি বিস্ফোরক মামলায় অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
গফরগাঁও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব অপু বলেন, ১ অক্টোবরের ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত তারুণ্যের রোড রোডমার্চ বাধাগ্রস্ত করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নেন নেতাকর্মীদের মাঝে ভয় আতংক সৃষ্টির জন্যে আমাকে গ্রেফতার করতে আমার বাড়িতে পুলিশ লীগের এই অভিযান। আমাকে না পেয়ে আমার বাবাকে গ্রেফতার করে নিয়ে যায়, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা এ কেমন দেশে বসবাস করি যে ছেলে জাতীয়তাবাদী ছাত্রদল করার অপরাধে বাবাকে গ্রেফতার করে নিয়ে যাই। এই গ্রেফতার ও হামলা মামলা দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত, বিদেশে সুচিকিৎসা নিশ্চিত ও আগামী দিনের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং একদফা দাবি ফ্যাসিস্ট অবৈধ সরকারের পতন,জনগনের ভোটাধিকার নিশ্চিত, না করা পর্যন্ত ঘরে ফিরে যাবেনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.