চুনারুঘাটে সিএনজি উল্টে নিহত ৪

হবিগঞ্জের চুনারুঘাটে সিএনজি অটোরিকশা উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টায় উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার লাদিয়া গ্রামের আব্দুস সত্তারের ছেলে রুমেল মিয়া (৫০), সারের কোনা গ্রামের আব্দুল করিমের ছেলে জসিম মিয়া (২০), কালিশিড়ি গ্রামের আব্দুর রহিমের মেয়ে নাজমা আক্তার (৫০) ও বগাডুবি গ্রামের আব্দুল মালেকের ছেলে মঈনুল ইসলাম রাব্বি (৩২)।

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের একজন চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং খাদিজা আক্তার নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে চুনারুঘাট আসার পথে চানভাঙ্গা নামক স্থানে আসার পর চালক নিয়ন্ত্রণ হারালে সিএনজি অটোরিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

আহত অবস্থায় মঈনুল ইসলাম রাব্বিকে সিলেট এম এ জি ওসামনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুরে মৃত্যুবরণ করেন।
নিহত মঈনুল ইসলামের বাবা আব্দুল মালেক জানান, তার ছেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসে চাকরি করতেন। অফিস ছুটি শেষে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে। এই রাস্তায় প্রায়ই সিএনজি দুর্ঘটনা ঘটে বলেও জানান তিনি।

চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু জানান, নিহত রুমেল মিয়া ব্যাংকে চাকরি করতেন। তার অপর তিন ভাই বিদেশে থাকেন। বৃহস্পতিবার ব্যাংকের কাজ শেষ করে দুই দিনের সরকারি ছুটিতে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নিহত ৪ জনের লাশ আজ শুক্রবার বিকেলে নিজ নিজ বাড়িতে দাফন করা হয়েছে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.