সিয়াম-ফারিণের ‘পুনর্মিলনে’

কাজিনদের সম্পর্কের গল্প নিয়ে মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘পুনর্মিলনে’। আর এতে জুটি হয়েছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো সিনেমায় জুটি হয়েছেন তারা।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের কথায়, ‘কোনো ট্যুরে গেলে বন্ধুত্ব হয়, আবার অফিস ও ইউনিভার্সিটিতে বন্ধুত্ব হয়। আমরা স্কুল-কলেজের বন্ধুত্বের গল্প দেখি। তবে একটা গল্প দেখানো হয় না সেটা হল- কাজিনদের বন্ধু্ত্বের গল্প। এবার আমার গল্প হলো কাজিনদের বন্ধুত্বের গল্প নিয়ে। আমাদের ফান, ফর্তি ও পুনর্মিলনে সবাইকে নস্টালজিক ফিল দেবে।’

কাজটি নিয়ে বেশ এক্সসাইটেড অভিনেতা সিয়াম আহমেদ। তার ভাষ্য, ‘এটি একটি বন্ধুত্ব, ভালোবাসা ও ফিরে আসার গল্প। আমাদের দেশে ফিল গুড কাজ খুব কম হয়। আরিয়ান আমার চোখে এক অসাধারণ গল্পকথক। তার সঙ্গে আমার ছোটপর্দায় অল্প কিছু কাজ হয়েছে। কিন্তু আমি অবাক হই যে দর্শক আজও আমাদের প্রত্যেকটা কাজের কথা মনে রেখেছে।’

ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প পড়ার পর দ্বিতীয়বার আর ভাবতে হয়নি আমাকে। নিজেকে গল্পের অংশ মনে হয়েছে। সিয়াম ভাইয়ের সঙ্গে এই প্রথম কাজ করা হলো। তিনি খুব অবজার্ভেন পারসোন। আশা করি, ভালো একটা কাজ হতে চলেছে।’

সিয়াম-ফারিণের পাশাপাশি ‘পুনর্মিলনে’ আরও অভিনয় করেছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, দীপ্ত দে, জান্নাতুল ফেরদৌস কাজল, টুনটুনি হামিদ, মানস বন্দ্যোপাধ্যায়, শোয়েব মনির, হামিদুর রাহমান, গোলাম ফরিদা ছন্দা, মালা ভট্টাচার্য্যসহ অনেক। শিগগিরই সিনেমাটি উন্মুক্ত হবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.