ভারতে ২ ঘণ্টায় ৬১ হাজার বজ্রপাত, নিহত ১২

ভারতের ওড়িশায় মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ৬১ হাজার বজ্রপাত পতিত হয়েছে। এসময় ১২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৪ জন।

শনিবার রাজ্যটিতে এ ঘটনা ঘটে। স্পেশাল রিলিফ কমিশনার (এসআরসি) সত্যব্রত সাহু এ তথ্য জানান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এ ধরনের আবহাওয়া থাকতে পারে। এছাড়া বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিবায়ূ তৈরির হওয়ার কারণে এ রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতেরও সতর্কতা জারি করা হয়েছে।

এক্ষেত্রে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবারের বজ্রপাতে নিহতদের মধ্যে চারজন খুরদা জেলার, দুইজন বালাঙ্গির এবং একজন করে রয়েছে- আঙ্গুল, বৌধ, ঢেনকানাল, গজপতি, জগৎসিংহপুর এবং পুরী এলাকা। এছাড়া গজপতি এবং কান্ধমাল জেলায় বজ্রপাতের ফলে আটটি গবাদি পশু মারা গেছে।

আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, দীর্ঘ বিরতির পর বর্ষা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে এ ধরনের অস্বাভাবিক ঘটনা ঘটে। এছাড়া ঠাণ্ডা ও উষ্ণ বাতাসের সংঘর্ষে এই ধরনের নজিরবিহীন বজ্রপাতের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.