স্বস্তিকায় অস্বস্তি চঞ্চলের

টালিউড তারকাদের অনেকেই যেমন বাংলাদেশের সিনেমায় কাজ করছেন। তেমনই ঢালিউড এর অভিনেতা-অভিনেত্রীরাও ওপার বাংলায় চুটিয়ে অভিনয় করছেন। সে ধারাবহিকতায় এবার গুঞ্জন শোনা যাচ্ছে, বাংলাদেশের নতুন একটি সিনেমায় চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় এবার পর্দায় হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। জানা যায়, এর মধ্যে সিনেমাটি করার জন্য চুক্তি স্বাক্ষরও সেরেছেন অভিনেত্রী। তবে চঞ্চলের ডেট পেতে নাকি অসুবিধা হচ্ছে। তাই এখনও শুটিংয়ের সময় চূড়ান্ত হয়নি।

এদিকে এ বিষয়ে কিছুই জানেন না চঞ্চল চৌধুরী। তিনি বলেন, অনেকেই তো কাজের প্রস্তাব দেয়। সাম্প্রতিক সময়েও কলকাতার ৮-১০ জন নির্মাতার সঙ্গে কথা চলছে। কিন্তু কারও সঙ্গে ফাইনাল হয়নি কিছুই। এমনকি ভারতীয় পত্রিকা এমন একটি খবর ছাপল, সেখানেও কোনো তথ্য নেই। আমাকেও তারা কিছু জিজ্ঞেস করেনি। ফলে আমি নিজেই আসলে বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম এখন! আমি আর স্বস্তিকা আসলে কোন নির্মাতার সিনেমা করছি? গল্পটাই বা কেমন!

তবে প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কি না, তা এখনো জানা যায়নি।

সিনেমাটি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনা কিনা, তা এখনও সঠিকভাবে জানা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি এর নাম বা নির্মাতার বিষয়ে। তবে নিশ্চিত হওয়া গেছে, এই সিনেমার জন্য রাজি হয়েছেন নায়িকা।

এই মুহূর্তে কলকাতায় রয়েছেন স্বস্তিকা। এখন নাকি এক মাসের বিরতি। তবে শরীরে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে তার। তাই আগামী সপ্তাহেই নাকি হবে অস্ত্রোপচার হবে। এক মাস বিশ্রাম নেওয়ার পর আবারও কাজে ফিরবেন এই অভিনেত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.