
নিজস্ব প্রতিনিধি, (ময়মনসিংহ থেকে ) গত শনিবার, আগস্ট ১৯, ২০২৩, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে,
ময়মনসিংহ মহানগর, উত্তর জেলা বিএনপি ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ আয়োজনে, পদযাত্রা সফল করার লক্ষ্যে, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গফরগাঁও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুল রহমান সুলতান সাহেবর সু-যোগ্য উত্তরসূরী,
গফরগাঁও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মুশফিকুর রহমানের, (ময়মনসিংহ -১০গফরগাও-পাগলা আসনের) নেতৃত্বে গফরগাঁও উপজেলা, পাগলা থানা ও গফরগাঁও পৌর, বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও সর্বস্তরের নেতা-কর্মী ময়মনসিংহ রেল স্টেশনে উপস্থিত হয়ে, সেখান থেকে মিছিল সহ সকল বাধা উপেক্ষা করে দলীয় কার্যালয়ে পদযাত্রা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
Leave a Reply