
বিএনপির এক দফার আন্দোলনকে গুরুত্ব দিতে চান না আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার ভাষায় দলটি আন্দোলনের নামে ‘পিকনিক পার্টি’ করছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক।
বিএনপির আন্দোলনের সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, গরুর হাটে, গোলাপবাগেই বিএনপির সব আন্দোলনের বারোটা বেজেছে। লন্ডন থেকে বলা হয়েছে বিএনপি নেতাদের আন্দোলনের জন্য টাকার অভাব হবে না। বিএনপির আন্দোলনের নামে পিকনিক পার্টি আর কতদিন চলবে? তত্ত্বাবধায়ক সরকার চাইলে পাকিস্তান চলে যান।
বিএনপি নেতারা বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছে। এর সমালোচনায় ওবায়দুল কাদের বলেন, ফ্যাসিবাদ কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ বিএনপি। বিএনপি ফ্যাসিবাদ করেছে, আর শেখ হাসিনা গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছেন। গণতন্ত্র হত্যাকারী, ভোটচোর, দুর্নীতিবাজ– এসব কিছুর একটাই নাম, বিএনপি। গণতন্ত্রের লেবাসধারী ফ্যাসিস্ট হল বিএনপি। তারাই টেরোরিস্ট হিসেবে আন্তর্জাতিক মহলে চিহ্নিত, তাদের বিরুদ্ধেই আমাদের যুদ্ধ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ নির্বাচন চায়। আর সন্ত্রাসী দল বিএনপি চায় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে। কাজেই নিষেধাজ্ঞা আর ভিসানীতি কার ওপর প্রয়োগ হয় তাই দেখা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বক্তব্য দেন
Leave a Reply