
নিজস্ব সংবাদদাতা, বৈরুত লেবানন: ১৫ আগস্ট, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে উনার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লেবানন শাখার উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৬ই আগষ্ট বুধবার লেবানন স্থানীয় সময় রাত ৯ঘটিকায় উক্ত ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন লেবানন বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা বর্তমান আহবায়ক কমিটির সদস্য- আমির হোসেন কলিম, যুগ্ন আহবায়ক আব্দুল কাদের ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সদস্য সচিব- হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, জাকির হোসেন জাকির, আমিনুল ইসলাম আইমান, সৈয়দ আলম, জাহাঙ্গীর হাসান সুমন, আরমান হোসেন আমান, সাবেক যুব বিষয়ক সম্পাদক আব্দুল করিম, মো: আলমগীর, জাহানারা সাথী, জাহিদ সরকার, ফারুক মোল্লা, আল আমিন ইজ্জত, মোহাম্মদ রাসেল, আরও উপস্থিত ছিলেন লেবানন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা এই অবৈধ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন, এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবি জানান।
অনুষ্ঠানে শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক- আব্দল হান্নান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা মোনাজাত পরিচালনা করেন- সাবেক দপ্তর সম্পাদক জি এম সুমন।
Leave a Reply