আমাকে মেরে ফেলতে পারে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সামনের সময়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আঘাত আসবে। সামনে কঠিন সময় আসছে। ধৈর্য্য ধরে তা মোকাবেলা করতে হবে। আমাকে মেরে ফেলা হতে পারে।

তাই সকলের চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। আমাদের মনে রাখতে হবে এবারের স্লোগান হলো বীর বাঙ্গালী ঐক্য গড়, বাংলাদেশ রক্ষা কর।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড বটতলায় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

দেশের ক্ষতি করতে স্বাধীনতার অপশক্তিরা একটা জঘন্য পরিকল্পনা করছে মন্তব্য করে শামীম ওসমান বলেন, আগামী সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত ওরা ভয়ানক বাজে খেলা খেলবে।

এই খেলা লন্ডনে বসে পরিচালনা করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহা, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া, ৩ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সধারণ সম্পাদক শাহজাহান সাজু প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.