হিমাচল প্রদেশে ভারী বর্ষণে ২১ জনের মৃত্যু

ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিতে গত ২৪ ঘণ্টার মধ্যে পৃথক ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে বলে রাজ্যটির মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন।

রবিবার দিবাগত রাত দেড়টার দিকে রাজ্যটির সোলন জেলায় হঠাৎ বজ্রসহ অতি ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় মামলাই গ্রামে সাতজনের মৃত্যু হয়েছে।

একইদিন শিমলা শহরের সামার হিল এলাকায় ভূমিধসে একটি শিব মন্দির ভেঙে পড়ে, এতে অন্তত নয়জনের মৃত্যু হয়।খবর পিটিআইয়ের।

শিমলার ডিসি আদিত্য নেগি জানান, শিমলা শহরে ভূমিধসের দুটি ঘটনা ঘটেছে, এতে ১৫ থেকে ২০ জন মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সোলানের কান্দাঘাট মহকুমার মামলাই গ্রামে ভারি বৃষ্টির পর বানে ভেসে যাওয়া ছয় ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। জাডোনে পানির তোড়ে দু’টি বাড়ি ও একটি গোয়ালঘর ভেসে গেছে। জাডোনে নিহতদের মধ্যে তিন কিশোর ও এক শিশু রয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইটার পোস্টে এসব মৃত্যুর কথা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেয়া আশ্বাস দিয়েছেন তিনি।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঘটা বিভিন্ন বিপর্যয়ের কারণে রাজ্যটির ৭৫২টি সড়ক বন্ধ রাখা হয়েছে বলে হিমাচলের জরুরি পরিস্থিতি মোকাবেলা কেন্দ্র জানিয়েছে।

শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সোমাবার রাজ্যটির সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সুখু।

ভারতের আবহাওয়া অধিদপ্তর সোমাবার জানায়, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা মৌসুমি বায়ুর প্রভাবে হিমাচল প্রদেশ ও পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে নতুন করে ভারী বৃষ্টি হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.