
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামে প্রথমবারের মতো পাওয়া গেল করোনার সংকর প্রজাতির ভাইরাস। ভারত ও যুক্তরাজ্যের করোনার সংমিশ্রণে সৃষ্ট নতুন ধরণের এই ভাইরাস আরো দ্রুত ছড়ায়।
শনিবার (২৯ মে) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স ও গ্লোবাল নিউজের।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী গুয়েন থান লং বলেন, বিজ্ঞানিরা পরীক্ষা করেছেন যে ভাইরাসটির জিনগত সংমিশ্রণ সম্প্রতি কয়েকজনকে আক্রান্ত করেছে এবং এটি পুরোপুরি নতুন ধরণের হাইব্রিড ভাইরাস।
তিনি জানান, শনাক্ত হওয়া ভ্যারিয়েন্টে ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বৈশিষ্ট রয়েছে। এই হাইব্রিড ভ্যারিয়েন্টটি অন্যান্য ভ্যারিয়েন্টগুলোর চেয়ে বাতাসের মাধ্যমে অতি দ্রুত ছড়িয়ে পরতে পারে।
এদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ছড়িয়ে পড়েছে পুরো ভিয়েতনামে। বিশেষ করে, দেশটির বড় শহরগুলোতে সংক্রমণ পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ।
ভাইরাস পুনরুৎপাদনের সময় প্রায়শ জিনগত সামান্য পরিবর্তন করে থাকে। ২০১৯ সালের চীনে সনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট গুলোর ক্ষেত্রে যা এখনো ঘটে চলেছে।
বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডাব্লিউ এইচ ও) এ পর্যন্ত বিশ্বব্যাপী চারটি ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ভ্যারিয়েন্ট গুলো হচ্ছে- যুক্তরাজ্য, ভারত দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনাভাইরাস।
Leave a Reply