প্রবাসীদের অন্য রকম আনন্দ আয়োজন

নিজস্ব সংবাদদাতা, সৌদি আরবঃসৌদি আরবে অবস্থিত বাংলাদেশি প্রবাসীদের আয়োজনে এক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সৌদি আরবে ময়মনসিংহ জেলার, গফরগাঁও উপজেলা ও পাগলা থানার বিএনপি সমর্থক প্রবাসীদের আয়োজনে এই আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে বন্দর নগরী দাম্মাম শহরে একত্রিত হয়ে, শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর পর সমুদ্র সৈকতে বসে সম্মিলিত কন্ঠে সংগীত পরিবেশনের মাধ্যমে আনন্দ উপভোগ করেন। এদিকে সন্ধ্যার পর স্থানীয় একটি কফি হাউজে গফরগাঁও উপজেলা ও পাগলা থানা, জাতীয়তাবাদী দল ও গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে একটি রাজনৈতিক আড্ডা অনুষ্ঠিত হয়।

এরপর রাতে দাম্মাম মহানগর বিএনপির ও গফরগাঁও-পাগলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক, প্রবাসী ব্যবসায়ী পারভেজ মোস্তফার আমন্ত্রণে তার বাসায় নৈশভোজ শেষে দাম্মাম শহরের ফাইভ স্টার হোটেলে রাত্রি যাপন করেনন আনন্দ ভ্রমণে আসা প্রবাসীরা। এরপর গতকাল শনিবার দাম্মাম ছেড়ে নিজ নিজ কর্মসংস্থানের উদ্দেশ্যে চলে যান আনন্দ ভ্রমণে আসা প্রবাসীরা।

এই আনন্দ ভ্রমণে ছিলেন- গফরগাঁও উপজেলার সাবেক ছাত্রনেতা প্রবীণ সৌদি আরব প্রবাসী নাজমুল হক জুয়েল, বিএনপি নেতা ও প্রবীণ প্রবাসী আরিফুল ইসলাম কাজল, সাবেক ছাত্রনেতা তাহের উদ্দিন লিটন, সাবেক ছাত্রনেতা দাম্মানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রবাসী ব্যবসায়ী পারভেজ মোস্তফা, সাবেক ছাত্রনেতা সৌদি আরব প্রবাসী কামরুজ্জামান চঞ্চল, সাবেক ছাত্রনেতা প্রবাসী আকরাম হোসেন, সাবেক ছাত্রনেতা প্রবাসী মো: পায়েল মিয়া ও উনার সহধর্মিণী এবং দুই মেয়ে, প্রবাসী মো: শামীম হোসেন সহ আও অনেকই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.