র‍্যাব সংস্কারের মধ্যেই আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের বিষয়ে মার্কিন প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‌্যাব একটি এলিট ফোর্স, তাদের কিছু বিশেষ দায়িত্ব আমরা দিয়ে থাকি সময়ে সময়ে। র‌্যাব নীতিমালা অনুযায়ী কাজ করে। যদি কেউ ভুল কাজ করে থাকেন, আমাদের কাছে যে প্রতিবেদনটি আসছে, সেগুলো আমরা স্টাডি করছি। কারও যদি ইনপারসন ইনভলভমেন্ট থাকে, সেগুলো আমরা দেখছি।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, যুক্তরাষ্ট্র যে রিপোর্ট দিয়েছে, আমরা চেক করে দেখছি। কোনো ভুলভ্রান্তি থাকলে অবশ্যই দেখব।

র‌্যাবের সংস্কার ও জবাবদিহির ক্ষেত্রে সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা—এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখেন, র‌্যাব যখন তৈরি হয়, তাদের প্রশিক্ষণও কিন্তু যুক্তরাষ্ট্র দিয়েছে। কাজেই আমরা মনে করি র‌্যাবে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ শাস্তিযোগ্য অপরাধ করলে, কেউ বিচারের বাইরে যায়নি। অনেক পুলিশ এবং র‌্যাব সদস্য জেল খাটছেন। আমরা কাউকে তো ছাড় দিচ্ছি না।’ সংস্কারের মধ্যেই আছে র‌্যাব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.