মহাসড়কে ট্রাকের চাকায় পিষে চারজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর রায়পুরায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের বাজারে উঠে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২ অক্টোবর) সকালে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় আরও পাঁচজন পথচারী গুরুতর আহত হন।

হাইওয়ে পুলিশ জানায়, স্থানীয় গ্যাস পাম্প থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা গ্যাস ভরে ঢাকা সিলেট মহাসড়ক ধরে রায়পুরার বারৈচার দিকে যাচ্ছিলো। অপর দিকে সিলেট অভিমুখী মালবাহী একটি ট্রাক ভৈরব যাচ্ছিল। এমন সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে ধাক্কা দেয় এবং সড়কের পাশে থাকা একটি বাজারে উঠে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনসহ মোট চারজন নিহত হন। আহত আরও পাঁচজন পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন- উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়া ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আবুল কালাম (সিএনজির যাত্রী)। অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাক চালক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটনায়। আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছি।

উল্লেখ্য, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.