
শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কুষ্টিয়ার খোকসা উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন খোকসা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন খোকসা উপজেলা পরিষদ উপ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বিটু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবীত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব।’ বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।
তিনি আরও বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ পুরো মানব জাতির কল্যাণে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
উল্লেখ্য কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত হওয়ায় তিনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে তিনি পদত্যাগ করেন,যে কারণে তার ঐ পদটি শূন্য হওয়ায় এখানে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই উপ নির্বাচনে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে মিজানুর রহমান বিটু সবচেয়ে আলোচনায় রয়েছেন।
Leave a Reply