গাজীপুরবাসীকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন লাভলী বেগম

সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন  গাজিপুরের বিশিষ্ট সমাজসেবক লাভলী বেগন। গাজিপুর সিটি কর্পোরেশনসহ জেলার সকল হিন্দু ধর্মালম্বীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান তিনি।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। আমার প্রত্যাশা, ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবীত হয়ে আমরা সবাই একসাথে উৎসব পালন করব।’ বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

তিনি আরও বলেন, অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ পুরো মানব জাতির কল্যাণে সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.