আগস্টে রেমিট্যান্স এলো ২০৩ কোটি ৮০ লাখ ডলার

দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে নানা ছাড় ও সুবিধা দিচ্ছে সরকার। এ পদক্ষেপের বেশ ইতিবাচক সাড়া মিলছে। সদ্য বিদায়ী আগস্ট মাসে ২০৩ কোটি ৮০ লাখ ডলার দেশে এসেছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স সংক্রান্ত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সদ্যবিদায়ী মাস আগস্টে ২০৩ কোটি ৮০ লাখ ডলার (২ দশমিক ৩৮ মিলিয়ন ডলার) রেমিট্যান্স দেশে এসেছে। গত বছরের আগস্টে দেশে রেমিট্যান্স এসেছিল ১৮১ কোটি ডলার (১ দশমিক ৮১০ মিলিয়ন ডলার)। সে হিসাবে গত বছরের একই সময়ের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১২ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে, চলতি বছরের জুলাই মাসে রেমিট্যান্স এসেছে ২০৯ কোটি ডলার। সে হিসাবে জুলাই অপেক্ষা আগস্টে প্রায় ৬ কোটি ডলার রেমিট্যান্স কম এসেছে।

আগস্টে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এরপর রয়েছে রাষ্ট্র মালিকানাধীন অগ্রণী ব্যাংক। এর পরে ডাচ-বাংলা ব্যাংক, রূপালী ব্যাংক। তবে, বিদেশি ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে মোট ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ (২১ দশমিক ৩ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। যা ২০২০-২০২১ অর্থবছরের চেয়ে ১৫ দশমিক ১১ শতাংশ কম। ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ (২৪ দশমিক ৭৭ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

দেশের খোলা বাজার ও এক্সচেঞ্জ হাউজগুলোয় ডলারের দাম কমেছে। ১ সেপ্টেম্বর ১০৬ টাকা ৬০ পয়সা থেকে ১০৭ টাকা ২০ পয়সায় এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি হচ্ছে। আর খোলাবাজারে ডলার বিক্রি হচ্ছে ১০৮ থেকে ১০৯ টাকা ৫০ পয়সায়। আর আন্তঃব্যাংকে ৯৫ টাকা (কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট) দাম রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.