পাকিস্তানে প্রলয়ঙ্করী বন্যায় মৃত্যু ১১০০ ছাড়াল

টানা বর্ষণ ও বন্যায় পাকিস্তানের সমতল ভূমির এক তৃতীয়াংশ পানির নিচে তলিয়ে গেছে। এরই মধ্যে প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে ১১০০। বিষয়টি নিশ্চিত করেন দেশটির জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রহমান।

পাকিস্তানে ভয়াবহ এই বন্যার ফলে অসংখ্য ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, স্থাপনা ও ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী সোয়া তিন কোটি মানুষ বন্যায় আক্রান্ত হয়েছেন। এবারের এই দুর্যোগকে ‘নজিরবিহীন জলবায়ু বিপর্যয়’ অ্যাখ্যা দিয়ে তাদের পাশে দাঁড়াতে মঙ্গলবার জাতিসংঘ বিশ্বের প্রতি আহ্বানও জানিয়েছে। খবর রয়টার্সের।

প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে সঙ্গে পাকিস্তানে সৃষ্টি হয়েছে মানবিক দুর্যোগ। দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে দেশটিতে। মঙ্গলবার পাকিস্তানের উত্তরাঞ্চলে আটকে পড়া বেশ কিছু পর্যটকসহ প্রায় ৩০০ জনকে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। এছাড়া, উত্তর-পশ্চিমাঞ্চলে দুটো সরকারি আশ্রয় কেন্দ্রে ৫০ সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.