
কুষ্টিয়ার কুমারখালীতে একটি গোয়ালঘর থেকে সাত রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান (আগ্নেয়াস্ত্র) জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়।
শরিফুল ইসলাম ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায়, ডাকাতি, চুরি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
মঙ্গলবার কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম এতথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে শরিফুল ইসলামের গোয়ালঘরে অভিযান চালানো হয়। অভিযানে গোয়ালঘর থেকে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে একটি শুটারগান ও সাত রাউন্ড গুলি পাওয়া যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলো জব্দ করা হয়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, পুলিশ বিষয়টির তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply