ভ্যানচালককে খুন করে ব্যাটারি ছিনতাই

লাশ উদ্ধার

বগুড়ায় সড়কের পাশের ধান ক্ষেত থেকে হারুন ফকির (৪৫) নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা ব্যাটারি ছিনতাই করতে তাকে খুন করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে দুপচাঁচিয়া উপজেলার করমজী গুনাহার সড়কের পাশে একটি ধানের ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

হারুন ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টার পর হারুন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ধানক্ষেতে তার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয় এবং পাশের এক জঙ্গলে তার ভ্যান পাওয়া যায়। তবে ভ্যানে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হারুনের শরীরে একাধিক জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেয়া হয়। তার ব্যবহৃত ভ্যান ঘটনাস্থলের একটু দূরের এক জঙ্গল থেকে উদ্ধার করা হয়। ব্যাটারি ছিনতাইয়ের জন্য তাকে খুন করা হয় বলে ধারণা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.