কুষ্টিয়ায় তিন নারী দালাল গ্রেফতার

২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ৩ মহিলা দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ২৮ আগষ্ট সকাল ১১ টার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাতুর নাহার ও ইশিতা আকতার এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দালালরা গরীব রোগীদের প্রতারণা করে হাসপাতালের বাইরের বেসরকারি প্যাথলজিগুলোতে নিয়ে যেত। এরই পরিপেক্ষিতে ২৮ আগষ্ট সোমবার ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে তিন জন মহিলা দালালকে আটক করে র্যাব-১২। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ মাস এবং অপর দুইজন ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আটককৃতরা হলেন, হাউজিং বি ব্লক এলাকার মজিবর রহমানের মেয়ে শাপলা খাতুন (২৭), শেখ পাড়া, ইবি থানা এলাকার শহিদুল ইসলামের স্ত্রী ময়না খাতুন(৪০) এবং কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকার মৃত হারুন মন্ডলের মেয়ে জুথি খাতুন(৩০)।

আটককৃত ৩ মহিলা দালাল এর আগেও বেশ কয়েকবার পুলিশের হাতে আটক হয় এবং জেল-জরিমানা ভোগ করে।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাতুর নাহার বলেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দন্ডবিধি ১৮৬ ধারায় তিন জন মহিলা দালালকে কারাদন্ড দেওয়া হয়েছে। এর মধ্যে শাপলা কে একমাস, ময়না এবং নজুথি খাতুনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত টিমের সাথে র‌্যাব-১২ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.