গম ও ভুট্টা উৎপাদনে ৪% সুদে ঋণ পাবেন কৃষকরা

গম ও ভুট্টা উৎপাদনে কৃষকদের ৪ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে দশমিক ৫০ শতাংশ হারে তহবিল নিতে পারবে ব্যাংকগুলো।

গম ও ভুট্টা উৎপাদনে ঋণ দেওয়ার ব্যাপারে এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে গম ও ভুট্টার পর্যাপ্ত চাহিদা থাকার পরও উৎপাদন যথেষ্ট নয়। এ কারণে দেশে গম, ভুট্টা ও এসব খাদ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয়। এই পরিপ্রেক্ষিতে গম ও ভুট্টা উৎপাদন বৃদ্ধির জন্য ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম গঠনের সিদ্ধান্ত হয়েছে।

এতে আরও বলা হয়, এই তহবিল থেকে ব্যাংকগুলো দশমিক ৫০ শতাংশ সুদে ঋণ পাবে। কৃষকদের ঋণের সুদ হার হবে সর্বোচ্চ ৪ শতাংশ। একজন কৃষক কত ঋণ পাবে, তা ব্যাংক নির্ধারণ করতে পারবে। তবে ভূমিহীন কৃষকরা জামানতবিহীন সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। এই ঋণ দিয়ে কোনোভাবেই পুরোনো ঋণ শোধ করা যাবে না।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বাণিজ্যি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, এই ঋণ দিতে প্রচারণা চালাতে হবে, যাতে কৃষকদের নজরে পড়ে। যেসব অঞ্চলে গম ও ভুট্টা উৎপাদন হয়, সেসব অঞ্চলের ব্যাংক শাখাগুলো যাতে বেশি ঋণ দিতে পারে, সেই উদ্যোগ নিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.