ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে ভৈরবের রেলওয়ে পাওয়ার হাউসের হরিজন কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ভৈরব থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজিব আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

হরিজন কলোনির বাসিন্দা গণেশ লাল হরিজনের ছেলে মিলন লাল হরিজন (৩৫), জনি লাল হরিজনের ছেলে সুদর্শ কুমার দেব দিবু (১৬), সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. মোবারক (২২)।

এ ঘটনায় ভৈরবপুর উত্তরপাড়ার মোক্তার হোসেনের ছেলে আব্দুল্লাহ মিয়া (৩৫) হরিজন পল্লীর রিকু রায়ের ছেলে সানি রায় (১৪), একই এলাকার চন্দন রায়ের ছেলে সকাল রায় (১৩) আহত হয়েছেন। তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্বপন হরিজন জানান, দুপুরে রাস্তার পাশ থেকে সৌর বিদ্যুতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতরে নেওয়া হচ্ছিল। খুঁটিটি হেলে বিদ্যুতের মেইন তারে পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন মারা যায় ও তিনজন আহত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.